Coxs Bazar News Today
ঢাকাশনিবার , ২০ মে ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কক্সবাজার
  5. খেলাধুলা
  6. গ্রিস
  7. চট্টগ্রাম
  8. জলবায়ু
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্মীয়
  12. প্রবাস
  13. বিনোদন
  14. যুক্তরাষ্ট্র
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ সস্ত্রীক ধরা পড়লো ১৬ এপিবিএনের কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
মে ২০, ২০২৩ ২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ সস্ত্রীক ধরা পড়লো ১৬ এপিবিএনের এসআই রেজাউল করিম। শুক্রবার (১৯ মে) রাতে কক্সবাজার কলাতলী ডলফিন মোড় এলাকা থেকে তাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

রিপোর্ট লেখাকালে আটক স্ত্রী মনিরা পাশাসহ এসআই রেজাউল করিম কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের সহকারি পরিচালক সিরাজুল মোস্তফা।

তিনি জানান, রেজাউল করিম নামক ব্যক্তি ইয়াবাসহ ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করলে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদ করলে রেজাউল করিম ১৬ এপিবিএনে কর্মরত বলে জানান।

এদিকে, ১৬ এপিবিএনের অধিনায়ক মোঃ হাসান বারী নূরের নিকট জানতে চাইলে রেজাউল করিম তাদের ব্যাটালিয়নে এসআই পদে কর্মরত বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।