Coxs Bazar News Today
ঢাকারবিবার , ৪ জুন ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কক্সবাজার
  5. খেলাধুলা
  6. গ্রিস
  7. চট্টগ্রাম
  8. জলবায়ু
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্মীয়
  12. প্রবাস
  13. বিনোদন
  14. যুক্তরাষ্ট্র
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

হেলালুদ্দীন আহমদ কে সংবর্ধিত করল ঢাকাস্ত কক্সবাজার সমিতি

সিবিএনটুডে লাইফস্টাইল ডেস্ক
জুন ৪, ২০২৩ ২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

বিপিএসসি সদস্য হওয়াতে হেলালুদ্দীন আহমদ কে সংবর্ধিত করল কক্সবাজার সমিতির নির্বাহী পরিষদ।কর্মস্পৃহ ভালবাসা দিয়ে হেলালুদ্দীন আহমদ কক্সবাজারে প্রতিষ্ঠিত হয়েছেন একজন ভূমিপুত্র হিসেবে। অগ্রগামী কক্সবাজারের উন্নয়ন সমন্বয়ে তিনি মেধা ও শ্রম দিয়ে কক্সবাজার বাসীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পালনে নিজ জেলা কক্সবাজার ও এই অঞ্চলের মানুষের সমস্যা সমাধানে সচেষ্ট থেকেছেন আন্তরিক ভাবে। তাঁর অর্জিত অভিজ্ঞতায় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সার্বিক কর্মপরিকল্পনা আরো গতিবান হবে।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত হওয়াতে কক্সবাজার সমিতির নির্বাহী পরিষদের উদ্যোগে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে গতকাল (০৩ জুন) বিশিষ্টজনেরা এভাবেই তাদের অভিমত তুলে ধরেন।

রাজধানীর স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিস্বত্বার কবি মুহাম্মদ নূরুল হুদা, সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান, সাবেক সচিব মিসেস মাফরুহা সুলতানা, ন্যাশনাল হাউজিং এর ম্যানেজিং ডিরেক্টর শামসুল আলম, কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আরিফুল মাওলা।

জাতিস্বত্বার কবি মুহাম্মদ নূরুল হুদা বলেন, হেলালুদ্দীন আহমেদ একজন সরকারি কর্মকর্তা হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার পাশাপাশি নিজ জেলায় সার্থকতার বীজ রূপন করেছেন যার ফল কক্সবাজারবাসী অর্জন করেছেন ও আগামীতেও পেতে থাকবেন। তাঁর অনবদ্য শ্রমে কক্সবাজারবাসী ঈদগাহ কে নতুন উপজেলা হিসেবে পেয়েছেন যার প্রশাসনিক ভবন নির্মিত হবে ঈদগাহর ঠিক মাঝখানে।

একইভাবে অন্যান্য বক্তারাও জনাব হেলালুদ্দীন আহমেদ এর কর্মময় জীবনের নানাবিধ দিক আলোকপাত করেন।

হেলালুদ্দীন আহমদ তাঁর বক্তব্যে তাঁকে সংবর্ধিত করায় কক্সবাজার সমিতির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন কক্সবাজার সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করাটা অনেক সম্মানের, এটি নিজের নীড়ের প্রতি নিজস্বতার টান। তিনি কক্সবাজারে শীঘ্রই পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রণিধানযোগ্য উদ্যোগ নেওয়ার ইচ্ছের কথা জানান। কক্সবাজারের সন্তানদের পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আগ্রহী হওয়ার পরামর্শ দেন তিনি।

এর আগে সূচনা বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম কক্সবাজার সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করার পর ঢাকার বুকে কক্সবাজার সমিতি নতুন উদ্যম, প্রাণ পেয়েছেন বলে অবগত করেন। তিনি জানান, গত কয়েকবছরে তাঁর সুযোগ্য নেতৃত্বে কক্সবাজার সমিতি ঢাকাস্থ কক্সবাজারবাসীদের অন্যতম আস্থার প্রতিষ্ঠান এখন।

সমিতির পক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি জাহাঙ্গীর হাসান, সহ-সভাপতি ইয়াছিন মোহাম্মদ শামসুল হুদা, সহ-সভাপতি জয়নুল আবেদীন মুকুল, সহ-সভাপতি মোমিনুর রশিদ আমিন, সহ-সভাপতি ব্যারিস্টার মিজান সাইদ, সহ-সভাপতি স্বপন কান্তি পাল, সহ-সভাপতি ডক্টর মোস্তফা কামাল, সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ মোস্তাকিম প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রচার প্রকাশনা সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিম।

সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে নির্বাহী পরিষদের সভায় শীঘ্রই স্থায়ী জমি ক্রয় করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে আলোচনায় অংশ নেন যুগ্ম-সাধারণ সম্পাদক সুজন শর্মা, যুগ্ম-সাধারণ সম্পাদক আসিফ আহসানুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুল মাওয়া আরজু, সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ, সহ-অর্থ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী ।

সভায় ২০২২ অর্থবছরের অডিট প্রতিবেদন তুলে ধরেন সমিতির অর্থ সম্পাদক আহমেদ রশিদ ও সহ-অর্থ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

স্বাস্থ্য সম্পাদক ডাক্তার মোস্তফা কামাল এর কোরআন হতে তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সবাই নৈশভোজে অংশগ্রহণ করেন।

কার্যকরী পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন
হেলালুদ্দীন আহমেদ,জাহাঙ্গীর হাসান, ইয়াছিন মোহাম্মদ শামসুল হুদা, জয়নুল আবেদীন মুকুল, মোমিনুর রশিদ আমিন, ব্যারিস্টার মিজান সাইদ, স্বপন কান্তি পাল,প্রফেসর ডক্টর মোস্তফা কামাল, এডভোকেট মোহাম্মদ মোস্তাকিম, মোহাম্মদ খোরশেদ আলম, সুজন শর্মা, আনিসুল মাওয়া আরজু, আসিফ আহসানুল হক, আহমেদ রশিদ, সৈয়দ আলম, মোহিব্বুল মোক্তাদীর তানিম, মোহাম্মদ ইলিয়াস, একরামুল হুদা, ডাক্তার মোস্তফা কামাল,মিজানুর রহমান, মফিজুর রহমান, এডভোকেট জসিম উদ্দিন শহীদুল ইসলাম, আমম ফজলুর রশিদ, শাহাদাত তাহের, মোহাম্মদ সাইফুল্লাহ, সাজেদুল আলম মুরাদ, এডভোকেট রাবেয়া হক, শাফিয়াতুস সালেহিন, ব্যারিস্টার নূরুল আজিম, তোফাজ্জল হোসেন সেন্টু, ইশতিয়াক তাসবীর, আবদুল্লাহ আল মামুন, হেদায়েত আজিজ, মোরশেদ আলম, সৈয়দ ইরফান, ফাহিম বিন নজিব, শাহনেওয়াজ চৌধুরী, বারেকুল ইসলাম, ডাঃ মোস্তফা কামাল, আখলাকুর রহমান গালিব, আসিফ তাহরিম প্রমুখ।

সিবিএনটুডে/৩জুন/জই/ঢাকা

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।