Coxs Bazar News Today
ঢাকাবুধবার , ১৭ মে ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কক্সবাজার
  5. খেলাধুলা
  6. গ্রিস
  7. চট্টগ্রাম
  8. জলবায়ু
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্মীয়
  12. প্রবাস
  13. বিনোদন
  14. যুক্তরাষ্ট্র
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

ডেক্স নিউজ
মে ১৭, ২০২৩ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার পশ্চিম মোহরা এলাকায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ (৬ষ্ঠ) বেগম সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি মো. রিদয়োনুল হক ওরফে সোহেল রানা (৩০) আদালতে উপস্থিত ছিলেন। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমার ছড়া উত্তর নলবিলা এলাকার মোক্তার আহাম্মদের ছেলে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৫ অক্টোবর রাতে নগরের পশ্চিম মোহরার ভাড়া বাসার বাথরুম থেকে অর্ধঝুলন্ত অবস্থায় ৯ মাসের অন্তঃসত্ত্বা শানু আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। পরে শানু আক্তারের ভাই মো. ইসকান্দর বাদী হয়ে মো. রিদয়োনুলকে একমাত্র আসামি করে নগরের চান্দগাঁও থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম সিকদার ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ১৯ জুলাই আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।